আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে ফেনীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফেনী জেলা প্রশাসক কর্যালয়ের প্রাঙ্গণে র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের ফেনীর উপ পরিচালক শওকত আরা কলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন, ফেনী পলিট্যকনিক্যাল ইনিস্টিটিউটের অধ্যাপক প্রদিপ্ত চাকমা খিশা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফি উল্লাহ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট শফিকুর রিদোয়ান শাকিল, ফেনী জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি জাফর উদ্দিন, ফেনী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ফরিদ উদ্দিন পাঠান, ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম তানজিম, সড়ক পরিবহন ফেডারেশনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি আজম চৌধুরী, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট তানভীর হোসেন, জুয়েলারী এসোসিয়েশন ফেনীর সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চু, ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ারুল আজিম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: রাশেদুল হাসান। জেলা প্রশাসক বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে ফেনী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কে গুরুত্বপূর্ণ স্থানে হর্ণ বাজাবেন না, হর্ণ বাজানো নিষেধ, হর্ণ না বাজাতে সিগনাল সাইনবোর্ড সাটানো প্রয়োজন।
এছাড়াও ৬ টি উপজেলায় উন্মুক্ত স্থানে সচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভার আয়োজন করা। এম্বুলেন্স চালক, মোটরসাইকেল চালক ও ব্যক্তি মালিকানা পরিবহনে অতিরিক্ত হর্ণ বন্ধে সচেতনতার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে করে আগামী প্রজন্মকে শব্দ দূষণের হাত থেকে বাঁচাতে কাজ করতে হবে।