শ্যামনগরে বৃষ্টির জন্য ইসতেশকার নামাজ আদায়

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রচন্ড খরতাপে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে। সূর্য উঠার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। বেলা দুপুর হলেই অধিক পরিমানে তাপমাত্রা বেড়ে যায়।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন

মঙ্গলবার (২৩ এপ্রিল) ৪০ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা ছিল। এ অবস্থায় বৃষ্টির কামনায় উপজেলার আটুলিয়া ইউপির কাছারি ব্রীজ ঝুরঝুরিয়া ঈদগাহ ময়দানে ইসতেশকার নামাজ আদায় করা হয়। এলাকার সাধারণ মানুষের অংশ গ্রহণে নামাজ শেষে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা ওহিদুজ্জামান।

মাওলানা আব্দুর রউফ গাজীর সঞ্চালনায় এ সময় আলোচনা রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় মালেশিয়ার গবেষক মুহাম্মদ সালাউদ্দিন, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নূরুল হুদা ও মাওলানা আতিকুল্লাহ।

এ বিষয়ে ইমাম অধ্যক্ষ মাওলানা ওহিদুজ্জামান বলেন তীব্র তাপদাহ, বহুদিন বৃষ্টি না হওয়ায় মানুষ কষ্টে আছেন। চারিদিকে সুপেয় পানি, ব্যাবহারের পানির অভাব। বৃষ্টি বা পানির জন্য বিশেষ মোনাজাত করা হয়। তিনি বলেন সৃষ্টি কর্তার কাছে পানি চাওয়া হয়েছে।

 

শেয়ার করুন:

Recommended For You