ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করে ইসরায়েলের তোপের মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন
এবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এরদোয়ানকে আক্রমণের নিশানা করেছেন। এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ইসরায়েল কাটজ লিখেছেন, এরদোয়ান, আপনার লজ্জা হওয়া উচিত! পোস্টে তিনি হানিয়া-এরদোয়ানের বৈঠকের একটি ছবিও যুক্ত করেছেন।
গতকাল শনিবার ইস্তাম্বুলে এরদোয়ান-হানিয়ার মধ্যে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়। তুর্কি প্রেসিডেন্টের অফিস বলেছে, বৈঠকে দুই নেতা ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।