মার্কিন গায়িকা মানদিশা মারা গেছেন

গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন গায়িকা মানদিশা মারা গেছেন। গত বুধবার ন্যাশভিলের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। গায়িকার বয়স হয়েছিল ৪৭ বছর।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মানদিশার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার প্রতিনিধি। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। এক বিবৃতিতে গায়িকার প্রতিনিধি বলেন, ‘আমরা এখন কেবল তার মৃত্যুর খবরই নিশ্চিত করতে পারছি। এ বিষয়ে বিস্তারিত কিছু এখন বলা সম্ভব নয়। এই কঠিন সময়ে সবাইকে তার পরিবারের জন্য প্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

১৯৭৬ সালের ২ অক্টোবর ক্যালিফোর্নিয়ায় জন্ম হয় মানদিশার। তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর মাধ্যমে পরিচিতি পান। ২০০৫ সালে তিনি ‘জাস্ট মানদিশা’ নাম দিয়ে ‘আমেরিকান আইডল’-এ অংশ নেন। ২০০৭ সালে তার প্রথম অ্যালবাম ‘ট্রু বিউটি’ মুক্তির পরই জনপ্রিয়তা পায়। এরপর বাজারে এসেছে আরও পাঁচটি অ্যালবাম।

সর্বশেষ অ্যালবাম ‘আউট অব দ্য ডার্ক’ মুক্তি পায় ২০১৭ সালে। ২০১৪ সালে ‘ওভারকামার’ অ্যালবামের জন্য সেরা সমসাময়িক শিল্পী হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ডস পান।

শেয়ার করুন:

Recommended For You