সুনামগঞ্জের ছাতকে বাস-সিএনজিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান (৩৫)। এ সময় অটোর চালক সত্তার মিয়াও (৫৩) নিহত হন।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোল কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা দুইজন নিহত হন। এ ঘটনায় রুকন মিয়া, কয়েছ মিয়া ও জাহাঙ্গীর আলম নামের তিনযাত্রী আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাগল হাসানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- জীবন খাতা, আসমানে যাইয়ো না রে বন্ধু, আমি এক পাপিষ্ঠ বান্দা, রেলগাড়ির ইঞ্জিনসহ অসংখ্য গান।
ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম গণমাধ্যমকে বলেছেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশের একজন স্বনামধন্য শিল্পী যাকে আমরা পাগল হাসান হিসেবেই জানি, তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ সময় অটোর চালকও মারা যান। আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যালে পাঠানো হয়েছে।