
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামে গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সেফা (১৭) ও শাহাজাদা (১২) নামের দুই মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) আকিবুল ইসলাম।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামস্থ গড়াই নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলো কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকার শামীম হোসেনের মেয়ে মোছা. সেফা ও জয়নাবাদ গ্রামের আলমগীর হোসেনের ছেলে শাহাজাদা। তারা পরস্পর মামাতো-ফুফাতো ভাই-বোন।
জানা গেছে, নানা বাড়িতে বেড়াতে এসে কুমারখালীর চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামের জামে মসজিদের পাশে গড়াই নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।