তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন শান্ত

অভিমানে অবসর নিলেও প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর তুলে নেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এরপর দু’টি ম্যাচ খেলেছেন অভিজ্ঞ ক্রিকেটার। তবে এরপর থেকেই দূরে আছেন জাতীয় দল থেকে। এখনও আন্তর্জাতিক ক্যারিয়ায়ের ভবিষ্যৎ অনিশ্চিত। তামিমের ফেরা বা না ফেরা নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগে নিজের চাওয়া পরিষ্কার করলেন বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন

গতকাল সোমবার শান্তর সঙ্গে আলাপ করেছেন তামিম ইকবাল। মিরপুর শের-ই বাংলার মাঠে ডিপিএলে তারা মুখোমুখি হয়েছিলেন। ম্যাচশেষে ড্রেসিংরুমে দেখা যায় শান্ত-তামিমকে লম্বা সময় ধরে বৈঠক করতে। বৈঠক শেষে অধিনায়ক শান্ত অবশ্য খোলাসা করেননি কি কথা হয়েছে তাদের। তবে তামিমের ফেরা নিয়েই কী বর্তমান অধিনায়কের সঙ্গে আলাপ? উত্তরে গণমাধ্যমে শান্ত বলেন, ‘এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যেই থাক। আমি এমনি নরমালি একটু আড্ডা দিয়েছি। ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন।’

শান্ত আরও বলেন, ‘আমরা ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম। কীভাবে আমরা আরেকটু বেটার করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম। খুব বেশি সিরিয়াস কিছু তা নয়। জাস্ট দেখা করা।’ তামিম দলে ফিরলে তা সুবিধাজনক হবে কিনা এমন প্রশ্নে শান্ত বলেন, ‘ভালো তো লাগবে। তামিম ভাইয়ের মতো খেলোয়াড় দলে থাকলে অবশ্যই জুনিয়রদের অনেক সাহায্য হবে। উনার (তামিমের) যে অভিজ্ঞতা আছে, উনি থাকলে তো অবশ্যই দলের অনেক সুবিধা হয়। জুনিয়র প্লেয়াররা অনেক শিখতে পারে। এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করা মুশফিল। যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন।’

তামিম টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আরও আগেই। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও অবসর ভাঙিয়ে তামিমকে দলে নেওয়া হবে কিনা এমন প্রশ্নে শান্ত বলেন, ‘আমি তো বেসিক্যালি চাইবো, উনি যদি ফিট থাকেন। টি-টোয়েন্টি যদিও রিটায়ার করেছেন, যদি উনি ফিট থাকেন, যে কোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হবো। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া। তবে সবার আগে উনার চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসেবে আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা করেছি।’

শুধু তামিম একাই নয়, টিপ-টোয়েন্টি ক্রিকেট থেকে হুট করে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিমও। আগামী জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে তামিম-মুশফিক দলে নেওয়া হবে কিনা এই প্রশ্নের উত্তরও দিয়েছেন শান্ত।

শান্ত বলেন, ‘এই মুহূর্তে এই ধরনের (তামিম-মুশফিকের টি-টোয়েন্টি অবসর ভাঙানো) চিন্তা-ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে। আর বেশ কয়েক দিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে। সেসব নিয়েও আমাদের কথা হয়েছে। এই মুহূর্তে এসব কিছু ভাবছি না। তবে অবশ্যই দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।’

 

শেয়ার করুন:

Recommended For You