উপজেলা পরিষদ নির্বাচন; চিলমারীতে ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। 
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫  জন মনোনয়ন জমা দিয়েছে। তারা হলেন, চিলমারী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, জোবাইদুল ইসলাম বাদল ও আমিনুল ইসলাম।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। একজন হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ আনোয়ার পলাশ ও  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, মর্জিনা বেগম জেলি, আঞ্জুমান আরা ও মাহরুবা আক্তার। আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন:

Recommended For You