ইসরায়েলে হামলার পর ইরানের সব বিমানবন্দর খুলল

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর পর ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরসহ আরও কয়েকটি শহরের বিমানবন্দরের ফ্লাইট বাতিল করা হয়। তবে আজ সোমবার থেকে তেহরানসহ দেশের সর্বত্র বিমানবন্দরগুলো কার্যক্রম শুরু করেছে।

সোমবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থানীয় সময় সকাল ৬টায় স্বাভাবিক হয়।

ইরনা জানায়, তেহরানে অভ্যন্তরীণ মেহরাবাদ বিমানবন্দর, উত্তরপশ্চিমের তাবরিজ, উত্তর পূর্বদিকের মাশহাদ ও দক্ষিণের সিরাজসহ দেশজুড়ে সব বিমানবন্দর কার্যক্রম শুরু করেছে।

প্রসঙ্গত, সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাবে শনিবার রাতে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের হামলার কারণে জর্ডান, লেবানন ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ শনিবার রাতে নিজেদের আকাশপথ বন্ধ করে দেয়। এসব দেশ আবারও তাদের আকাশপথ খুলে দিয়েছে।

 

সূত্র : দ্য ইকোনমিক টাইমস।

শেয়ার করুন:

Recommended For You