ঈদের পর শুরু হলো সাতক্ষীরার ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ঈদ উল ফিতরের ছুটির পাঁচদিন পর শুরু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম। সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।এরমধ্যে আবারও বন্দরটিতে শুরু হয়েছে কর্মব্যস্ততা।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সরজমিনে দেখা যায়, প্রতিবেশি দেশ ভারতের ঘোজাডাঙ্গা বন্দর হয়ে ভোমরা দিয়ে আমদানি হওয়া ফল, পাথর সহ নানা ধরনের পন্য খালাসের জন্য স্থলবন্দরে অপেক্ষমান আছে। পন্য খালাশের জন্য ঢুকছে নতুন নতুন ট্রাক। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে আমদানি ও রপ্তানির চাপ কম আছে বলে জানান একাধিক কর্তা-ব্যক্তি।
ভোমরা বন্দরে কর্মরত রবিউল ইসলাম বলেন, ‘ঈদের ছুটির পর আজ সোমবার কাজ শুরু হলো। সব সুষ্ঠভাবে পরিচালনা হচ্ছে। ছুটির পর প্রথম দিন ভারতীয় গাড়ির সংখ্যা কম আছে। তবে তা সময়ের সাথে সাথে বাড়বে।’

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ এজাজ আহমেদ স্বপন জানান, ‘পাঁচদিন ছুটির পর আজ (১৫এপ্রিল) প্রথম স্থলবন্দর খুলেছে। আমরা আশা করছি আজ প্রায় তিনশো পন্যবাহী ট্রাক বন্দরে পন্য খালাসের জন্য ঢুকবে। এছাড়াও রপ্তানি পন্য যাবে। আমাদের শ্রমিক ভাইদের হাতে কাজ থাকবে। ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পন্য পৌছে যাবে।’

শেয়ার করুন:

Recommended For You