চারঘাটে পেনশনের সুরক্ষা স্কীমের নিবন্ধন উদ্বোধন করেন ইউএনও

বর্তমান সরকার প্রধান দেশের জনগনের ভবিষৎতের কথা চিন্তা করেই সর্বজনীন পেনশনের সুরক্ষা স্কিমের ব্যবস্থা করেছেন। সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হল রুমে পেনশনের সুরক্ষা স্কীমের নিবন্ধন উদ্বোধন করেন ইউএনও সাইদা খানম।

রাজশাহীর চারঘাট উপজেলায় অর্থ মন্ত্রনালয় অধীনস্থ জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর আওতায় পেনশনের সুরক্ষা স্কীমের নিবন্ধনের আয়োজন করেছেন উপজেলা প্রশাসন। সোমবার সকালে পেনশনের সুরক্ষা স্কীমের নিবন্ধন উদ্বোধনের সময় প্রথম নিবন্ধন করেছেন দি এশিয়ান এজ ইংরেজি পত্রিকার জেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম।

ওই সময় ইউএনও সাইদা খানম বলেন, সরকারের এই মহতি উদ্যোগ চারঘাট উপজেলাসহ দেশের সর্বত্র আর্শিবাদ বয়ে আনবে। এক সময় বয়সের ভারে সকল নারী-পরুষ কর্মের অযোগ্য হয়ে উঠে। অনেক পরিবারে বৃদ্ধ পিতা-মাতাকে ভক্তি, শ্রোদ্ধা করতে আগ্রহ প্রকাশ করে না। তাছাড়া তাদের ব্যাক্তিগত চাহিদা পূরণেও বেশ অভাব দেখা যায়। এই স্কীম তাদের জন্যও অনেক সহায়ক হবে।

পেনশনের সুরক্ষা স্কীমের নিবন্ধনের বয়স সীমা পার হয়ে যাওয়ার পূর্বে অর্থ্যা ১৮-৫০ মধ্যে প্রত্যেক ব্যাক্তি তার পেনশনের সুরক্ষা স্কীমের নিবন্ধন করতে পারবেন। এছাড়া পেনশনের সুরক্ষা স্কীমের নিবন্ধনের সকল সুবিধা বিষয়ে উজেলা বিভিন্ন এলাকায় প্রচারণা করা হচ্ছে। এবিষয়ে উপজেলা হল রুমে একটি পরামর্শ কেন্দ্র এবং নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। এই তথ্য দেওয়ার সময় পর্যন্ত ৫৪জন পেনশন স্কীমে নিবন্ধন হয়েছে বলে, জানান ইউএনও।

সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন বয়সের নারী ও পরুষ পেনশনের সুরক্ষা স্কীমের বিষয়ে জানার চেষ্টা করছেন এবং অনেকে নিবন্ধন শুরু করেছেন। এই পেনশন স্কীমে সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ আগ্রহ প্রকাশ করছেন। ওই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, পল্লি উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলার বিভিন্ন সাংবাদকি বৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Recommended For You