ঈদুল ফিতরের দিনেও বিএনপি নেতাদের ঘরে ঘরে কান্নার রোল : রিজভী

আওয়ামী লীগের গুম, খুন, জুলুম নির্যাতনে বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ঈদ আনন্দ বিবর্ণ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের দিনেও বিএনপি নেতাদের ঘরে ঘরে কান্নার রোল আর ক্ষমতাসীনদের ঘরে লুটপটের অট্টহাসি চলছে।’

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে কবরস্থানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত কালে এসব কথা বলেন ।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক উপস্থিত ছিলেন। তিনি বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই, জনগনের ভোটাধিকার নেই। স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বন্দি অবস্থায় আছেন। প্রকান্তরে বাংলাদেশকেই বন্দি করে রাখা হয়েছে।

শেয়ার করুন:

Recommended For You