ঈদের কাপড়ের জন্য অভিমান, কিশোরীর আত্মহত্যা 

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঈদঁগা টিলা গ্রামে ঈদের কাপড়রের জন্য মায়ের ওপর অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে।
শনিবার (৬ই এপ্রিল ) রাত মাগরিবের নামাজের পরেই এ ঘটনা ঘটে। রিমা আক্তার ওই এলাকার বাসিন্দা নাজির মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, রিমা আক্তার বাবা নাজির মিয়া বলেন আগের দিন তার মা সবার জন্য কাপড় বাড়ি থেকে ফেরিওয়ালাদের কাছ থেকে কিনে দেন। কিন্তু রিমা আক্তার সে বায়না ধরে মার্কেট হতে ঈদের কাপড় কিনবে। এ নিয়ে মায়ের উপর অভিমান করে রাগারাগি হয়,পরে ঘরে থাকা কীটনাশক ওষুধ পান করে আত্নহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে রাতে কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি জানান, সকালে লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন:

Recommended For You