
শ্যামনগরে তিন প্রকল্পের কাজ উদ্বোধন করেন এমপি দোলন। শনিবার (৬এপ্রিল) সকালে সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন নকিপুর ও কৈখালী এলাকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় তিনটি প্রকল্পের কাজ উদ্বোধন করেন।
প্রকল্প তিনটি হল উপজেলার নকিপুর জিসি-চন্ডিপুর হাট রাস্তা উন্নয়ন প্রকল্প। রাস্তার পরিমান হল তিন হাজার পঞ্চাশ মিটার ও প্রকল্প চুক্তি মূল্য ১ কোটি ৪২ লক্ষ ৫ হাজার ৮৭ টাকা। ঠিকাদার প্রতিষ্টান মেসার্স জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিঃ, চুয়াডাঙ্গা।
উপজেলার কৈখালী ইউপির পশ্চিম কৈখালী কালিন্দী নদীর ওয়াপদা হইতে সাইফুল্লাহ গাজীর বাড়ী হয়ে ১৮ নং পশ্চিম কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কার্পেটিং কাজ উদ্বোধন। কেবিএস-আরআইডিপি প্রকল্পের আওতায় প্রকল্প চুক্তি মূল্য ৬৮ লক্ষ ৬শত টাকা। একই ইউপির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জিএসআইডিপি প্রকল্পের আওতায় পশ্চিম কৈখালী বাইতুল আকসা জামে মসজিদ, এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা সংস্কার কাজ উদ্বোধন। যার চুক্তি মূল্য ৯লক্ষ ৫০ হাজার টাকা। সকল কাজ বাস্তবায়নে এলজিইডি প্রকৌশল অধিদপ্তর, শ্যামনগর।
প্রকল্প উদ্বোধন শেষে প্রধান অতিথি এমপি এস এম আতাউল হক দোলন কৈখালী বুলবুল ফাউন্ডেশনের আয়োজনে কৈখালী গ্রামে এতিম, দুঃস্থ ২শত ৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।