এমন হারের পর শান্তর ‘অন্যরকম’ চাওয়া

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। এমন হারের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিসিবির কাছে টেস্টে ভালো করতে চাইলেন প্রস্তুতি ম্যাচ।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন

চট্টগ্রামে টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে এসে জানালেন আরও কিছু চাওয়ার কথা। উঠে এসেছে প্রথম শ্রেণির ক্রিকেটের উইকেট নিয়ে আলাপও। বোর্ডের কাছে শান্তর কী চাওয়া সেই প্রশ্নে শান্ত বলেন, ‘আমরা কোন সিরিজ খেলতে যাওয়ার আগে সেখানে যদি ‘এ’ দল পাঠাতে পারি তাহলে সবচেয়ে কার্যকরী হবে। যারা শুধু টেস্ট খেলছে বা যারা এক-দু’টি সংস্করণ খেলে, ওরা যদি আগে গিয়ে এক-দু’টি ম্যাচ খেলতে পারে, তাহলে কিন্তু প্রস্তুতিটা খুব ভালো হবে। ওই উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারণা হবে। যারা তিন সংস্করণে খেলে তাদের জন্য কঠিন।’

‘হ্যাঁ, তাদের ওই নেট অনুশীলনের মাধ্যমেই মানিয়ে নিতে হবে। এই সিরিজটা যেমন খেললাম দুই দিনের বিরতিতে। যারা সাদা বলের ক্রিকেট খেলছে, তাদের জন্য কঠিন। তাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে। যারা শুধু টেস্ট খেলছে, তারা যদি যাদের সঙ্গে খেলব সে দেশে আগে ‘এ’ দল পাঠাতে পারি, ঘরে খেলি বা ঘরের বাইরে, তাহলে প্রস্তুতি আরেকটু উন্নতি হবে।

 

শেয়ার করুন:

Recommended For You