অনলাইন নিউজ পোর্টাল ওয়ার্ল্ড গ্লোবাল২৪ অফিস ভাঙচুরের হুমকি, থানায় অভিযোগ

গত বুধবার (২৭ মার্চ) আনুমানিক দুপুর ২টার দিকে অনলাইন নিউজ পোর্টাল ওয়াল্ড গ্লোবাল২৪ ডটকম অফিসে অজ্ঞাতনামা ৭/৮ জন এসে অফিস ভাঙচুরের হুমকি দেয়। জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে শাকিল ইসলাম নামে এক ব্যক্তি এবং অজ্ঞাতনামা ৭/৮ জন এসে প্রকাশ্যে অফিসের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) এবং অফিস কর্মীদের মারধরসহ, অফিস ভাঙচুরের হুমকি দেয়। 

এ সময় তারা অফিসের এমডিসহ অফিসে থাকা কর্মীদের সাথে দুর্ব্যবহার করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের জন্য তেড়ে আসে। বিবাদী শাকিল ইসলাম বরিশাল জেলার অগৈলঝরা থানার পূর্ব সুজন কাঠি গ্রামের মোঃ শহিদুল ইসালামের ছেলে।

এই বিষয়ে অফিস সহকারী সবুজ হোসেন বলেন, ঐদিন আমি অফিসে থাকাকালীন অজ্ঞাতনামা ৭/৮ এসে আমাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এরপর তারা আমাকে তুলে নিয়ে মগবাজার রেলগেটে যায় এবং অফিসের বসের বাসার ঠিকানা চায়। কিন্তু আমি বাসার ঠিকনা বলতে না পারায় তারা আবার আমাকে মারধর করে। এরপর আমি স্যারকে ফোন করি। তারপর তারা স্যারের সাথে কথা বলে আমাকে ছেড়ে দেয় এবং আমি অফিসে চলে আসি।

এই বিষয়ে অফিসের ব্যবস্থাপনা পরিচালক কুতুব উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় উক্ত দিনে আমি আমার অফিসে বসে কাজ করতেছিলাম। হঠাৎ অজ্ঞাতনামা ৭/৮ জন কোন কথাবার্তা না বলে আমার রুমে ঢুকে পরে। এরপর তারা আমাকেসহ আমার অফিস সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। দীর্ঘ সময় ধরে তারা তর্ক করতে থাকে এবং অফিস ভাঙচুরের হুমকি দিয়ে যায়। তিনি আরও জানান, ভবিষ্যতে নিরাপত্তার জন্য থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এরকম পরিস্থিতিতে যেন কোন গণমাধ্যম অফিস ও কর্মীদের পরতে না হয় তার জন্য তিনি সকলকে সর্তক থাকার জন্য আহবান জানান এবং এই বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ করেন।

উল্লেখ্য, টাকা পয়সা লেনদেনের বিষয়ে বিবাদী শাকিল ইসলাম(৪২)এর বিরুদ্ধে বিজ্ঞ সিএম এম কোডে মামলা নং ২৫/২৪ চলমান রয়েছে।

শেয়ার করুন:

Recommended For You