পাবনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন

পাবনা সদর উপজেলায় ২০২৩-২৪অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাট, উফশী, আউশ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলায় পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাহানা পারভীন লাবনী। উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে আরো বক্তব্য দেন কৃষিবিদ ড. জামাল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন প্রমুখ।

এবারে উপজেলার সকল ইউনিয়নের ১১৫৬০ জন কৃষকের মাঝে ৫৯ লাখ ৫২ হাজার ৯৬০ টাকার পাট, উফশী, আউশ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ এবং রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
শেয়ার করুন:

Recommended For You