ইফতার খাইয়ে বদনাম করা হচ্ছে : নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি প্যানেলে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। আরেকটি প্যানেলে সভাপতি প্রার্থী মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।  

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন

ইতোমধ্যেই এই অভিনয়শিল্পীরা মাঠের লড়াইয়ে নেমে পড়েছেন। একে অপরের সমালোচনা করে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এসবের মাঝেই এবার ‘ইফতার’ ইস্যুতে মিশা-ডিপজলের প্যানেলের দিকে আঙুল তুললেন নিপুণ। মূলত বিএফডিসিতে পবিত্র রমজানকে কেন্দ্র করে প্রতিদিনিই শিল্পী কলাকুশলীদের ইফতার করাচ্ছেন ডিপজল-মিশা। যেই ইফতার আয়োজনে নিপুণকে নিয়ে বদনাম করা হচ্ছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন দেড় বছরেই ২৫০ কোটি টাকার মালিক ছোট্ট রাহা

নিপুণ গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন করতে গিয়ে এ পর্যন্ত আমাকে নিয়ে গীবত গাওয়া ছাড়া অন্য কোনো ধরনের বাধা পাইনি। এখন দেখতে পাচ্ছি শিল্পীদের ইফতার খাইয়ে খাইয়ে আমার নামে বদনাম করা হচ্ছে। কিন্তু বুঝতে পারছি না যে- কেনই বা ইফতার খাওয়াচ্ছেন, আর কেনই বা আমাকে নিয়ে তারা বদনাম করছেন।’

শেয়ার করুন:

Recommended For You