ফেনীতে আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩১ মার্চ) জেলার পুলিশ সুপার মোঃ জাকির হাসান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এতথ্য জানানো হয়।
এর আগে শনিবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে জেলার সোনাগাজী পৌরসভার তুলাতলী এলাকার উপজেলা ডাকঘর সংলগ্ন “আকাশ ডেন্টিং ওয়ার্কসপ” থেকে একজনকে ও পারে তার দেয়া তথ্যের আলোকে পৃথকস্থান থেকে বাকী ৪জনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন,ওই ওয়ার্কসপের মালিক ও মতিগঞ্জ ইউপির সাতবাডিয়া এলাকার বেলায়েত হোসেন প্রঃ মাষ্টারের ছেলে আজাদ হোসেন প্রঃ আকাশ (২৩), চর দরবেশ ইউপির চর সাহাভিকারী এলাকার আবু ইউচুপের ছেলে সালা উদ্দিন কাদের প্রঃ নিশান (২৪),নোয়াখালীর সেনবাগ উপজেলার তেলীপুকুর ইউপির মজুপুর এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুল আজিজ প্রঃ তারেক প্রঃ লেংড়া তারেক (২৪), চট্টগ্রামের মীরসরাই উপজেলার কাটাবিল এলাকার মোঃ শহীদের ছেলে মোঃ হাসান (১৯), কুমিল্লার দাউদকান্দি উপজেলার সবজিকান্দি এলাকার আলমগীর হোসেনের ছেলে ফরহাদুল ইসলাম ফয়সাল (২২)।
এসময় ঘটনাস্থল থেকে এক টনি ১টি পিকআপ গাড়ী, যাহার ডিজিটাল নাম্বার প্লেট নং-চট্ট মেট্টো ন-১১-৭৮৫৬, ইঞ্জিন নং- SZK6C19713 , যাহার সাথে গিয়ার বক্স সংযুক্ত, ১টি গিয়ার লিবার,১টি স্টারিং হুইল,১টি স্টারিং বক্স, ২টি ডাম (পিছনের চাকা) ১টি ব্রেক টোর,২টি হেড লাইট,১টি চ্যালেঞ্জার পাইপ,১টি ফরম স্কেল স্প্রিংসহ ০১টি রেডিওটর, ১টি ডিজেল সেল স্প্রিং সহ তেলের ট্যাংকি চেচিস এর ১টি অংশসহ সামনের সাইডের কেবিনের চেচিস সহ বাম পাশের এক অংশ, সামনের সাইডের কেবিনের চেচিস ডান পাশের এক অংশ,১টি কেবিনের চাদ এর অংশ,১টি প্লাস্টিকের বাম্পার ১টি প্লাস্টিকের মিটার বোড, গাড়ীর ২টি দরজা,২টি সীট ও৪টি গাড়ীর চাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়,গত বৃহস্পতিবার (২৮ মার্চ) চট্টগ্রাম এর হালিশহর এলাকা থেকে গাড়ীটি চুরি করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ৩০ মার্চ সকালে “আকাশ ডেন্টিং ওয়ার্কসপ” এ আনিয়া খন্ড খন্ড করে রেখে যায় চক্রটির বহিরাগত ৪সদস্য।
এরপর স্থানীয় সদস্য আকাশ ডেন্টিং ওয়ার্কসপের মালিক আজাদা হোসেন প্রঃ আকাশকে তাৎক্ষনিক গ্রেফতার করে পিকআপ গাড়িটির খন্ডিত ২১টি কাঁটা অংশ অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ওয়ার্কসপ থেকে নেওয়ার জন্য ১-৪নং আসামীকে কৌশলে আকাশ ডেন্টিং ওয়ার্কসপে এনে সেখানে ফাঁদ পেতে ১-৪নং আসামীকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা তাদের উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং বর্নিত ২১ খন্ড করা চোরাই পিকআপ গাড়িটি “মাহিন্দ্র SD ১টনি পিকআপ গাড়ি” বলে জানায়।
এসব তথ্য নিশ্চিত করে সংবাদ সম্মেলনে ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান আরও জানান,
বর্নিত আসামীরা আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সিএমপি এলাকাসহ দেশের বিভিন্ন স্থান হতে পিকআপ গাড়িসহ বিভিন্ন ধরনের গাড়ি চুরি করে ওয়ার্কসপে নিয়া খন্ড খন্ড করতঃ ভাঙ্গারী দোকানে বিক্রয় করিয়া আসছিলো।
এবারের ঘটনায় উক্ত চক্রটি পিক-আপ গাড়ীটি চুরি করে সোনাগাজী আনার পর স্থানীয় লোকজনের সন্দেহ হলে চোর চক্রটি গাড়ি ফেলে পালিয়ে যায়।এরপর ডবলমুরিং থানা পুলিশ সোনাগাজী আসিলে সোনাগাজী থানা পুলিশ গাড়িটি উদ্ধারে সহযোগীতা করে।
এর আগেই ডবলমুরিং থানার এসআই (নিঃ) মোঃ মাহবুব আলম সরকার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এঘটনায় একটি মামলাটি দায়ের করেন। মামলা নং-২২, তারিখ-২৮/০৩/২০২৪খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড।