১৯ দিন ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

পবিত্র ঈদুল ফিতর, শব-ই-কদর ও ইস্টার সানডে উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। আগামী ৩১শে মার্চ থেকে ১৮ই এপ্রিল ২০২৪ পর্যন্ত চলমান থাকবে এই ছুটি।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অভিহিত করা যাচ্ছে যে, ইস্টার সানডে,শব-ই-কদর,ইদ-উল-ফিতর উপলক্ষে ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিল ছুটি থাকবে এবং ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অফিস বন্ধ থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে সিকিউরিটিসহ অন্যন্য জরুরি সেবাসমূহ বলবৎ থাকবে।

Recommended For You