অর্জিত স্বাধীনতাকে বিশ্ব দরবারে তুলে ধরতে প্রকৌশলীরা অঙ্গীকারবদ্ধ: আইইবি

বাংলাদেশের প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি) নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে প্রকৌশলীরা একতাবদ্ধ। স্বাধীনতা অর্জনের ৫৪তম বছরে বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছে প্রকৌশলীরা। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে বিশ্ব দরবারে তুলে ধরতে প্রকৌশলীরা অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণের সময় প্রকৌশলী নেতারা এইসব কথা বলেন৷

এই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু,ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ঢাকা সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইনসহ আইইবির অন্যান্য নেতৃবৃন্দ।

আইইবির সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জু বলেন, আইইবি সবসময়ই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে।স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আইইবি আপোষহীন। দেশের প্রকৌশলীরা স্বাধীনতাকে বিশ্ব দরবারে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে৷

আইইবির ভাইস প্রেসিডেন্ট ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন শীবলু বলেন, দেশের অর্জিত স্বাধীনতা রক্ষায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রকৌশলীরা অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো৷

আইইবি চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এই সময় আরও উপস্থিত ছিলেন আইইবির বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও উপকেন্দ্রের বিভিন্ন প্রকৌশলী নেতৃত্ববৃন্দ।

 

শেয়ার করুন:

Recommended For You