লিটনকে না খেলালেই ভালো হতো : পাপন

বর্তমানে বাজে সময় পার করছেন লিটন দাস। ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে আশানুরুপ পারফর্ম করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপর দিন যত গিয়েছে কেবল মলিন হয়েছে এই ওপেনারের ব্যাট। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাজে পারফর্মম্যান্সের কারণে বাদ পড়েছিলেন দল থেকে। রান পাননি প্রথম টেস্টেও।  

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে দৃষ্টিকটু এক শট খেলে আউট হয়ে সমালোচনার শিকার হচ্ছেন তিনি। টেস্টে লিটনকে না খেলালেই ভালো হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন

 

মঙ্গলবার (২৬ মার্চ) গণমাধ্যমকে পাপন বলেন, ‘বিশ্বকাপ থেকেই ওকে (লিটন) দেখতেছি। মনে হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং। এজন্যই তাকে কিন্তু ওয়ানডে থেকেও ড্রপ করেছি। আমাকে যদি বলেন, টেস্টকে লিটনকে না খেলালেই ভালো হতো। ‘শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে টাইগাররা। দলের এমন হার প্রসঙ্গে বিসিবি প্রধান আরও বলেন, ‘সমস্যা হচ্ছে হারাটা নিয়ে না, সমস্যা হচ্ছে যেভাবে তারা হেরেছে। যেভাবে তারা খেলেছে, তাদের এই মাইন্ডসেট, এটিটিউড, শট সিলেকশন এটা জঘন্য বিচ্ছিরি ছিল দেখতে। মনে হয়েছে তারা খেলতে চায় না এই ফরম্যাটটা। অথবা অন্য কোনো সমস্যা।’

তিনি আরও বলেন, ‘চিন্তা করে দেখেন ওর মতো একজন ওপেনার এত বছর ধরে যাকে আমরা খেলিয়েছে যার ওপর আমরা ডিপেন্ড করেছি। সে পারফর্ম করেছে এমন তো না সে খেলা পারে না। কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে তাই তাকে ওয়ানডে থেকে বাদও দিয়েছি এর থেকে বড় সিগন্যাল কিছু তো হতে পারে না।’

 

শেয়ার করুন:

Recommended For You