আমাদের দক্ষতা আরো বাড়াতে হবে : মিরাজ

টেস্ট ক্রিকেটে ৫০০ রান তাড়া করে জয় মানে নতুন রেকর্ড। কারণ এই ফরম্যাটের ১৪৭ বছরের ইতিহাসে ৪’শ তাড়া করে জয় আছে মাত্র ৪ বারই। সেখানে মাত্র ৪৭ রানে পাঁচ উইকেট হারিয়ে এমন ম্যাচ জয়ের আশা করা একটু বেশিই । ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষ সেশনেই বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট। স্বোরবোর্ডে ৪৭ রান তুলতে নেই দলের তারকা সব ব্যাটাররা। কোনো রান ছাড়াই ফিরেছেন লিটন দাস, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়। আশা জাগালেও বড় রান করতে পারেননি জাকির হাসান। 

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন

গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে তৃতীয় দিনের খেলা শেষ হয়। ৩৭ রানে ৪ উইকেটে হারানোর পর উইকেটে এসে প্রথম বলেই বাজে শট খেলে আউট হয়েছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটারের এমন আউটে সমালোচনা হচ্ছে চারদিকে। দলের এমন ব্যাটিংয়ের পর ড্রেসিংরুমে হতাশা কাজ করছিল কিনা? দিন শেষে সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজের কাছে জানতে চাওয়া হয়। জবাবে টাইগার এই অলারাউন্ডার বলেন, ‘অবশ্যই, সবাই তো হতাশায় ছিল। এভাবে আউট হওয়ার পর সবার তো খারাপ লাগে নিজের ভিতরে।’

আরও পড়ুন একশোর আগেই অলআউট বাংলাদেশ

সিলেটের উইকেট নিয়ে মিরাজ বলেন, ‘উইকেট যে অনেক খারাপ তা বলব না। উইকেটটা অনেক ভালো, ব্যাটিংয়ের জন্য আইডিয়াল উইকেট। যখন নতুন বল থাকে প্রথম ২০ ওভার ব্যাটারদের জন্য একটু কঠিন। শুরুতে একটু সুইং হয়, সিম হয়। ওদেরও উইকেট পড়েছে আমাদেরও উইকেট পড়েছে। উপরে ব্যাটারদের অনেক চ্যালেঞ্জ ছিল শুরুর ২০ ওভার।’ মিরাজ আরো বলেন, ‘আমাদের দক্ষতা আরো বাড়াতে হবে। আমাদের কোন জায়গায় ঘাটতি আছে। আমাদের হয়ত শট খেলার প্রবণতা একটু বেশি হচ্ছে টেস্ট ক্রিকেটে। যে বলটা খুব সহজেই আমরা ছাড়তে পারি, সেটা হয়তো খেলে দিচ্ছি, তখন হয়তো আউট হয়ে যাচ্ছি। টেস্ট ক্রিকেটে আরো উন্নতি করতে হলে খেলোয়াড়দের কাজ করতে হবে।

আরও পড়ুন তাইজুলের লড়াইয়ের পরও দুইশ’র আগেই শেষ টাইগাররা

দীর্ঘ দিন পর টেস্ট খেলতে নামার কারণে এমন বাজে ব্যাটিং কিনা। মিরাজ বলেন, ‘না, টেস্ট ক্রিকেট কম গুরুত্ব দেয় এমন না। সবার স্বপ্ন থাকে টেস্ট খেলা। আমাদের প্রস্তুতি আমরা বেশি নিতে পারিনি। টি-টোয়েন্টি, ওয়ানডে ছিল মাঝে ২ দিনের গ্যাপের পর টেস্টে নেমে যেতে হয়েছে। এটাও একটা কারণ হতে পারে।’

 

শেয়ার করুন:

Recommended For You