প্রায় ২ কেজি হেরোইনসহ আটক মাদক কারবারী 

র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র‌্যাব-৫ এর নিয়মিত অভিযানে অবৈধ মাদক হেরোইনসহ একজনকে আটক হয়েছে। রবিবার (২৪ মার্চ) ভোর ৫টার সময় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে অভিযুক্ত মিশু শেখ (২১) কে আটক করেছে। আটককৃত ব্যাক্তি গোদাগাড়ী উপজেলার চরভূবনপাড়া (আষাড়িয়াদহ) গ্রামের হাবিবুর রহমান এর ছেলে।

একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ জানায়, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ বিষয়টি জানার পর আটককৃত ব্যাক্তির বসত বাড়িতে অেভিযান পরিচালনা করে তাকে হাতে নাতে আটক করে। তার সঙ্গী অপর ০১ রাতের আধারে ভারত সীমান্তবর্তী এলাকায় পালাতে সক্ষম হয়।পরবর্তীতে উক্ত আসামীর টিনসেড বসতবাড়ীর দক্ষিণাংশে অবস্থিত খড়ের স্তূপের নীচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ১ কেজি ৭ শত ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এই ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-৫।

Recommended For You