সাভারে জমি নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত

সাভারে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে অন্তঃসত্ত্বাসহ দুই নারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার ২০ মার্চ সন্ধ্যায় সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডের ইমান্দিপুর এলাকায় এঘটনা ঘটে। হামলার ঘটনায় অভিযুক্ত একজনকে স্থানীয়রা আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এঘটনায় ইমান্দিপুর এলাকার সৈয়দুল হক খা মেয়ে লাভলী আক্তার বাদি হয়ে সাভার মডেল থানা অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, ইমান্দিপুর চৌরাস্তা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাসেল (২৫), আব্দুল কুদ্দুসের ছেলে রুবেল (২৮), সোহেল (২৫), আসরব আলী ছেলে মুনসুর(৩৫) শাকওত (৫০), সহ অজ্ঞাতনামা ৭/৮ জন।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন

অভিযোগ সূত্রে জানাযায়, অভিযুক্তরা বাদির বসত বাড়ীর ভিতরে হাতে লাঠি ও লোহার রড নিয়া অনাধিকার প্রবেশ করে। আমার উপর অতর্কিত হামলা চালায়। ঘটনার একপর্যায়ে বিবাদীরা তাহাদের হাতে থাকা লাঠি ও লোহার রড দিয়া আমাকে এলোপাথারী মারপিট করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এসময় বিবাদী সোহেল আমার পড়নের কাপর ধরিয়া টানা হেচড়া করে আমার পড়িহিত সেলোয়ার ছিড়ে আমার শ্লীলতাহানী করে। বিবাদী রুবেল আমার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন, যাহার মূল্য অণুমান ৫০হাজার টাকা নিয়া যায়। বিবাদী সোহেল আমার বাম কানে থাকা তিন আনা ওজনের স্বর্নের কানের দুল নিয়ে যায়।

আরও পড়ুন সবাইকে যা লাগাতে দেয় না স্বস্তিকা

এসময় আমার ডাক চিৎকার শুনে আমার ভাই রবিউল খান এর স্ত্রী ইতি আক্তার (২১) এসে বিবাদীদের কবল হতে আমাকে রক্ষা করতে গেলে বিবাদীরা আমার ভাইয়ের স্ত্রীকে মারপিট করিয়া আমার ভাইয়ের স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। বিবাদী রুবেল আমার ভাইয়ের সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্বা স্ত্রীর চুলের মুঠি ধরিয়া মাটিতে ফেলে দিয়ে তার তলপেটে লাথি মারে।

এছড়াও বিবাদীরা আমাদের বসত ঘরের ভিতরে ঢুকে ঘরে থাকা বিভিন্ন আসবাব পত্র ভাংচুর করে এবং বসত ঘরে শয়ন কক্ষে থাকা ওয়ারড্রপের ড্রয়ারে থাকা ৫০ হাজার টাকা নিয়া যায়। পরে আমাদের ডাক চিৎকার শুনে ও ঘটনা দেখে প্রতিবেশিরা তাদের কবল হইতে আমাদেরকে রক্ষা করে। বিবাদীরা যাওয়ার সময় আমাদেরকে বিভিন্ন ধরণের ভয়ভীতিসহ প্রাণ নাশের হুমকি দিয়া চলিয়া যায়। স্থানয়ীরা আমার ভাইয়ের স্ত্রীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া চিকিৎসার জন্য ভর্তি করে

শেয়ার করুন:

Recommended For You