ভৈরবে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট বীজ ও সার বিতরণ

কিশোরগঞ্জের ভৈরবে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলার বঙ্গবন্ধু হল রুমে উপজেলা কৃষি অফিস ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে ২ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে বিনামূল্যে ১ কেজি পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসবি ও ৩ কেজি এমওপি করে মোট ১২ কেজি সার বিতরণ করা হয়। 
উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম গোলাম মোর্শেদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম, অতিরিক্ত কৃষি অফিসার রফিকুল ইসলাম, সহকারী কৃষি  সম্প্রসারণ অফিসার মো. আশরাফ আলী  ভূইয়াঁ, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সরকার পাটের আবাদ ও  উৎপাদন বৃদ্ধির  লক্ষ্যে বিনামূল্যে  কৃষকদের মাঝে  এ বীজ বিতরণ করছেন। তবে কৃষকরা যেন বীজ নিয়ে জমিতে রোপন করে এবং  পাটের আবাদ বৃদ্ধি করে পাটকে আবারো তার সোনালী অতীত ফিরে আনতে আহ্বান জানান।
শেয়ার করুন:

Recommended For You