পাবনায় ট্রাক চাপায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর  মৃত্যু

পাবনার চাটমোহরে ট্রাক চাপায় হুসাইন মোল্লা (১১) নামক এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহত স্কুল ছাত্র হুসাইন বিন্যাবাড়ি গ্রামের জাবেদ মোল্লার ছেলে এবং বিন্যাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। এলাকাবাসী ও বিদ্যালয়টির শিক্ষক আব্দুল মতিন জানান, পার্শ্ববর্তী ধানকুনিয়া গ্রামে প্রাইভেট পড়ে সকাল নয়টার দিকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল হুসাইন।
বিন্যাবাড়ি গ্রামের মধ্য দিয়ে একটি পাকা রাস্তার নির্মাণ কাজ চলমান রয়েছে। হুসাইন বাড়ির কাছাকাছি পৌছিলে নির্মাণাধীন পাকা রাস্তার ইটের খোয়া বহনকারী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই হুসাইনের মৃত্যু হয়।
এ ব্যাপারে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক পলাতক রয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Recommended For You