
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন এর পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের অজানা রোগে আক্রান্ত হয়ে ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন আতঙ্কিত হয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে। ভয়ের কিছু নেই।
মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১ টার দিকে ৮ম শ্রণির এক ছাত্রের হাতে কলমের খোচা খেয়ে রক্ত বের হয়। তা দেখে অন্যরা আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
সিভিল সার্জন৷ ডা: শফিকুজ্জামান জানান, এটা ভয়ের কিছু নয়। ওরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে আসার পর তাদেরকে নরমল সেলাই দেওয়া হয়েছে। বিকালের মধ্যে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে বলে আশা করছেন সিভিল সার্জন।