ফেনীতে ১৬০ কৃষককে আদা চাষের উপকরণ বিতরণ

ফেনীতে কৃষকদের মাঝে আদা চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) ফেনী সদর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপকরণ বিতরণ করেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী মনসুর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি সর্ম্পসারন কর্মকর্তা শামসুল আলম, উপকারভোগী আছমা আক্তার ও ওবায়দুল হক। অনুষ্ঠানে ২০২৩/২৪ অর্থ বছরের খরিপ ১ মৌসুমে উপজেলা পরিষদের অর্থায়নে কৃষকদের মাঝে বস্তায় আদা চাষের উপকরণ বিতরণ করা হচ্ছে।
ধর্মপুর আশ্রয়ন প্রকল্পে ১২৫ জন, কাজীর বাগ আশ্রয়নের ১৫ জন, ফেনী পৌর এলাকার ২০ জনসহ মোট ১৬০ জন কৃষকের মাঝে ১ কেজি আদা বীজ, ৫শ গ্রাম ইউরিয়া, ১ কেজি ডিএপি, ১ কেজি এমওপি, ৫শ গ্রাম জিপসাম, ২৫০ গ্রাম জিংক, ২৫০ গ্রাম বোরণ, ১০ কেজি  জৈবসার, ২৫০ গ্রাম কিটনাশক, ২৫ গ্রাম ছত্রাকনাশক সহ প্রায় ২ লাখ টাকার উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি  উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, বস্তায় আদা চাষের মাধ্যমে প্রতিটি পরিবার ৯ মাসে প্রায় দেড় কেজি আদা উৎপাদন করতে পারবে এতে একটি পরিবারের চাহিদা মিটিয়ে অন্যের পরিবারের মাঝে আদা বিক্রিও করতে পারবে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে পর্যায়ক্রমে অন্য ইউনিয়নে কৃষকদের মাঝেও কৃষি উপকরণ বিতরণ করা হবে। আমরা মনে করি আজকে যে সকল কৃষক বীজ সার পাচ্ছেন আগামীতে আর আপনাদের বীজ প্রয়োজন হবে না। ধান, পেয়াজ, রসুন, সরিষা, সূর্যমুখির ফসলের  মতো আমরা আদাকে লাভজনক ফসলে পরিপূর্ণ করতে চাই। আদা চাষ একটি সহজ কাজ যে কোন ছায়া যুক্ত স্থানে আদা চাষ করা যায়।

Recommended For You