পুতিনকে অভিনন্দন জানালেন শি জিনপিং

নির্বাচনে পুনরায় জয়লাভ করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধান মিত্র দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।  

সোমবার এই অভিনন্দন জানান শি জিনপিং। অভিনন্দন বার্তায় তিনি বলেন,“নির্বাচনে আপনার পুনঃবিজয় আপনার প্রতি রুশ জনগণের সমর্থনের একটি পূর্ণ প্রদর্শন। আমি বিশ্বাস করি- আপনার নেতৃত্বে রাশিয়া অবশ্যই জাতীয় উন্নয়ন এবং নির্মাণে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।”

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে  https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন

আরও পড়ুন তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সতর্ক করলেন পুতিন

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন এক সংবাদ সম্মেলনে বলেন, “চীন এবং রাশিয়া নতুন যুগে একে অপরের বৃহত্তম প্রতিবেশী এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার। নির্বাচনে জয়লাভ করায় পুতিনকে অভিনন্দন জানায় চীন।”

আরও পড়ুন ৮৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী পুতিন

এ বছর দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বছর পালনের কথা উল্লেখ করে লিন বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত দিকনির্দেশনায় চীন-রাশিয়া সম্পর্কের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

সূত্র: রয়টার্স   

শেয়ার করুন:

Recommended For You