
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা সহ নানা আয়োজন করা হয়।
রবিবার (১৭ মার্চ) সকালে নরসিংদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। পরে একে একে জেলা আওয়ামিলীগ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি সরকার রাখীর সভাপতিত্বে জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে এক দোয়া, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ড. বদিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মুস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, জিএম তালেব হোসেন প্রমুখ।

উক্ত আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে, বঙ্গবন্ধুর দেশ প্রেম, দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসা, সীমাহীন আত্নত্যাগের কথা আলোচনা করেন। এছাড়াও শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরার গুরুত্বআরোপ করে। পরে ১৭ মার্চ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।