বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

বাংলাদেশের মহান স্থপতি, সর্ব কালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে “বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকাল ১০টায় জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ মাহাবুবুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাজিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাক ভিপি আব্দুল মান্নান, পৌরমেয়র মহিদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, ইসলামিক ফাউন্ডেশন এর সহকারী-পরিচালক আসমা আখতার। আলোচনা সভা শেষে  পবিত্র কুরআন খতম, “বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় ৮জন শিক্ষার্থী মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন এর মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ আব্দুল হালিম।

 

শেয়ার করুন:

Recommended For You