নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বরগুনায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বরগুনার আমতলীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সবজি, মাংস ও গ্যাস বিক্রি করায় চার ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৬ মার্চ) দুপুরে পরে আমতলী উপজেলার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন বরগুনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় ভোক্তাদেরকে সচেতন করা হয়।

বরগুনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, আমতলীতে ২০ টি ব্যবসা প্রতিষ্ঠানে বাজার তদারকির অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সবজি, মাংস ও গ্যাস বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কেউ বেশি মূল্যে পণ্য বিক্রি করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন:

Recommended For You