ভৈরবে অপচিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ  

কিশোরগঞ্জের ভৈরবে অপচিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পৌর শহরের লক্ষীপুর এলাকায় বেসরকারি আবেদীন হাসপাতালের ডাঃ উম্মুল খায়ের মাহমুদার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই ডাক্তার উম্মুল খায়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শনিবার (১৬ মার্চ) ভোরে অভিযোগের ভিত্তিতে হাসপাতালে এসে ঘটানার তদন্ত করেছেন ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম। 
স্বজনরা জানায়,ডাঃ উম্মুল খায়ের মাহমুদার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন প্রমি আক্তার নামে এই নারী, সে পৌর শহরের চন্ডিবের খাঁ বাড়ির মামুন মিয়ার স্ত্রী। জানা যায় ডাঃ উম্মুল খায়ের মাহমুদা সপ্তাহে দুইদিন রোগী দেখেন শহরে আবেদীন হাসপাতালে। গত বুধবার আল্ট্রাসনোগ্রাম করে রোগীর স্বজনকে বলেছিলেন আরও একমাস সময় আছে বাচ্চা ডেলিভারীর। কিন্তু রোগীর স্বজনরা পুনরায় ওই ডাক্তারের কাছে গতকাল শুক্রবার আবার যায়। আবারও একই কথা বলেন তিনি। পরে চিকিৎসকধীন অবস্থায় ওই ডাক্তার তড়িঘড়ি করে রোগীকে পাঠিয়ে দেন ঢাকায়। সেখানে আল্ট্রাসনোগ্রাম করে ডাক্তার দেখন তিন থেকে চার দিন আগে নবজাতক শিশুটি মাতৃগর্ভে মারা যায়।
ডাঃ উম্মুল খায়ের মাহমুদার তত্ত্বাবধানে থাকা রোগীর বাচ্চা পেটে মারা গেলেও ওই ডাক্তার স্বজনদের জানালো ডেলিভারির আরও একমাস সময় আছে। দ্বায়িত্বশীল ডাক্তারের ভুল তথ্যের ফলে শিশু মৃত্যু হয়েছে। এঘটনায় ভুক্তভোগী পরিবার আবেদীন হাসপাতালের ডাঃ উম্মুল খায়ের মাহমুদার বিরুদ্ধে ভৈরব থানায় অভিযোগ দিয়েছেন এবং কর্তব্যরত ওই চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন]।
এ বিষয়ে ডাঃ উম্মুল খায়ের মাহমুদার মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ভৈরব থানার ওসি মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মৌখিক অভিযোগ পেয়ে রাতেই হাসপাতালটি পরির্দশন করে এসেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।
শেয়ার করুন:

Recommended For You