মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে প্রতিবছরের মতো এবারও ইফতার মাহফিলের আয়োজন করেছে আসফী প্রাইভেট লিমিটেড।
শুক্রবার (১৫ মার্চ) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী মালের বিলাবং ইন্টারন্যাশনাল স্কুল হল রুমে অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল। এতে সাধারণ প্রবাসী, চিকিৎসক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন। মালদ্বীপ রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এম কে আর কামাল হোসেনের সঞ্চালনায়, ব্যবসায়ী দুলাল মাদবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোক্তার আলী লস্কর, ইফতার মাহফিলের আয়োজক এবং আসফী প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মো. হাদিউল ইসলাম, হাসিল ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড এর ডিরেক্টর খলিলুর রহমান, মা ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন, এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রাইভেট লিমিটেড এর ডিরেক্টর হান্নান খান কবির, ঢাকা ট্রেডার্স প্রাইভেট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মো. বাবুল হোসেন, প্রবাসী ব্যবসায়ী মুজিবুর রহমান।
আরও পড়ুন মালেশিয়ার মসজিদে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল
ওমানে বাংলাদেশি মালিকানাধীন মার্কেটের উদ্বোধন
নারীর স্পর্শকাতর স্থানে রোবটের হাত, ভিডিও ভাইরাল
প্রধান অতিথির বক্তব্যে রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, রমজানের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে বিদেশের মাটিতে দেশের সুনাম অক্ষুন্ন রাখবেন। এই দেশর আইন কানুনের প্রতি সম্মান প্রদর্শন রেখেই চলাফেরা করবেন। স্থানীয় কমিউনিটির সঙ্গে যুক্ত হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ী মো. হায়দার আলী সাবু, মো. মনির হোসেন, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ পারভেজ হোসেন, মো. হাজী সাদেক, মো. ফাইজুর রহমান, মোহাম্মদ আনিসুর রহমা, মো. আবু জাহের প্রমুখ। ইফতার মাহফিলে বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আজহারুল ইসলাম শফিক।