চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস চাপায় প্রতিবন্ধী যুবক নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে যাত্রীবাহী চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে নুরনবী (১৭) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৫টার দিকে উথলী গ্রামের আমতলা নামক স্থানে এ দূর্ঘটনাট ঘটে। নিহত নুরনবী একই উপজেলার সিংনগর গ্রামের মসজিদ পাড়ার হাসেম আলীর ছেলে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দু’ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন মৌলভীবাজারে সাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তার

ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই আর নেই    জবি শিক্ষার্থী অবন্তিকার মৃত্যু, বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের 

জবি শিক্ষার্থীর আত্মহত্যা : সহকারী প্রক্টর ও সহপাঠীকে সাময়িক বহিষ্কার

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসান জানান, সিংনগর গ্রামের প্রতিবন্ধী যুবক নুরনবী বাড়ী থেকে বাইসাইকেলযোগে উথলী বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। উথলী আমতলার প্রধান সড়কে জীবননগর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী দ্রুতগতির বাস খাতুন এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-২৪০৮) তাকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় বাইসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন:

Recommended For You