টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের জয় পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ। ওয়ানডে সিরিজে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। 

একাদশে একটি পরিবর্তন এনেছে লঙ্কানরা। মাহিশ থিকশানার জায়গায় খেলছেন দুনিথ ভেল্লালাগে। বাংলাদেশের একাদশে অবশ্য কোনো পরিবর্তন নেই। একই একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা।

বাংলাদেশ (একাদশ):

লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান।

শ্রীলঙ্কা (একাদশ):

পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক/উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।

Recommended For You

About the Author: Delwar Hossain