ম্যাচসেরা হয়ে শান্ত যা বললেন

শ্রীলঙ্কার বিপক্ষে বুক চিতিয়ে লড়লেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাহমুদউল্লাহ রিয়াদের পর তাকে যোগ্য ও দৃঢ় সঙ্গ দিলেন মুশফিকুর রহিম। অবশেষে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ।

ঠান্ডা মাথায় খেলে বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। বলা চলে, তরুণ ও অভিজ্ঞতার মিশেলে গড়া জুটিতেই শ্রীলঙ্কার পতন হয়েছে।অধিনায়ক হিসেবে এই ম্যাচে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন শান্ত। আর ক্যারিয়ারে এটা তার তৃতীয় সেঞ্চুরি। ১২২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচ সেরা শান্ত বলেন, আমরা জানি যে নতুন বলে খেলাটা বেশ কঠিন। তাই আমি আমার খেলার জন্য সময় নিতে থাকি। পরে মাঠে শিশিরের কারণে বল ভালো আসছিল। তিনি আরও বলেন, ‘মাহমুদউল্লাহ এবং মুশফিক ভাইয়ের অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করেছে। মুশফিক ভাই ভালো খেলেছেন এবং আমি আশা করি তিনি তার ফর্ম ধরে রাখবেন।’

দলের পেসারদের ওপর ভরসার কথা জানিয়ে শান্ত বলেন, ‘আমি দলের সব বোলারের ওপর বিশ্বাস রাখি। বিশেষ করে আজ (বুধবার) তাসকিন এবং শরিফুল যেভাবে ফিরে এসেছে তা দুর্দান্ত ছিল।’

 

শেয়ার করুন:

Recommended For You