সাংবাদিক অভিশ্রুতির মরদেহ দাফন

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহ অবশেষে ১১ দিন পর কুষ্টিয়ার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

গতকাল সোমবার রাত ১০টার কিছু পরে কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের বনগ্রাম পশ্চিমপাড়ায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তার মরদেহ। এর আগে, অ্যাম্বুলেন্সে করে রাত ৮টার পরে বৃষ্টি খাতুনের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। মরদেহ আসার পর গ্রামের মানুষ আরেকবার কান্নায় ভেঙে পড়েন। বৃষ্টির বাবা-মা একটানা বিলাপ করছিলেন।

উল্লেখ্য, নিহত অভিশ্রুতি শাস্ত্রী হিসেবে পরিচিতি লাভ করায় তার মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতা দেখা দেয়। অবশেষে ডিএনএ টেস্টের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় তার নাম বৃষ্টি খাতুন। বাবা সবুজ শেখ ওরফে শাবলুল আলম এবং মা বিউটি খাতুনের দেওয়া ডিএনএ নমুনার সঙ্গে মিলে যায় তার ডিএনএ।

Recommended For You