এডি আর্টিলারি গান ফায়ারিং পরিদর্শন করলেন সেনা প্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজারস্থ এডি ফায়ারিং রেঞ্জে ৩৫ মিঃ মিঃ টুইন ব্যারেল এ্যান্টি-এয়ারক্রাফট গান সিস্টেম সিএস/এএ৩ এর ফায়ারিং অনুষ্ঠিত হয়েছে। দেশের মাটিতে যা প্রথমবারের মতো। 
সোমবার (১১ মার্চ) সকালে অনুষ্ঠিত এই ফায়ারিং আয়োজনে সেনাপ্রধান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রণীত ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ।
১২ কিলোমিটার রেঞ্জ ক্ষমতা সম্পন্ন এই এ্যান্টি-এয়ারক্রাফট গান সিস্টেম এর ফায়ারিং অবলোকন করতে এসে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এটি একটি স্মরণীয় ঘটনা। এই গান সিস্টেম ৪ কিলোমিটার দূরত্বে নিখুঁতভাবে স্থল এবং আকাশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
এডি আর্টিলারি গান ফায়ারিং পরিদর্শন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, সেনাবাহিনীর সামরিক সচিব, চিফ কনসালটেন্ট জেনারেল, এডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন:

Recommended For You