বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থয়ানে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও গরীব জেলেদের কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ প্রকল্প অব্যহত রয়েছে।

সোমবার (১১ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ ভাবে এই আয়োজনে করা হয়। ইউএনও সাইদা খানমের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সাঃ সম্পাদক ফকরুল ইসলাম জেলেদের মাঝে ১৬টি বকনা বাছুর বিতরণ করেছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ এর সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যন, ইউএনও বর্তমান সরকারের বিভিন্ন সহয়েতার বিষয় গুলো নিয়ে আলোকপাত করেন। ওই সময় প্রাণী সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত করিম, চারঘাট মডেল থানা অফিসার ইন-চার্জ এসএম সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাছ, সরদহ ইউনিয়ন চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Recommended For You