ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের ফ্যাশন এন্ড লাইফস্টাইল মার্কেটিং ফেস্ট অনুষ্ঠিত

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত হল “ফ্যাশন এন্ড লাইফস্টাইল মার্কেটিং ফেস্ট”।  গতকাল ০৯ মার্চ ঢাকার ওয়েস্টিন হোটেলে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যবসা এবং মার্কেটিং এর সাথে জড়িত বিভিন্ন শাখার ৩৪ জন প্রাজ্ঞ বক্তা ১০টি প্রয়োজনীয় সেসানে মূল্যবান মতামত প্রদান করেন। 

অনুষ্ঠানে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এর নিজস্ব ম্যাগাজিন বিজনেস ব্রিলিয়ানয এর ৪র্থ সংখ্যা উন্মোচন করা হয়। এই সংখ্যায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এপেক্স ফুটওয়্যার লিমিটেড বোর্ড এর চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী কে প্রচ্ছদ করে তার জীবন ও কর্ম নিয়ে ফিচার কাভার করা হয়েছে। প্রকাশনাটি উন্মোচনের সময় আশরাফ বিন তাজ, জেনারেল সেক্রেটারি, এশিয়া মার্কেটিং ফেডারেশন; এম রিয়াজুল হাসান, গ্রুপ সিইও লেরিভ এবং প্রোগ্রামের বক্তা এবং স্পন্সর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের উদ্যোগে প্রথমবারের মত এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ইয়েলো এর হেড অফ রিটেইল অপারেশনস হাদি চৌধুরী বলেন “বর্তমান সময়ের ফ্যাশন এবং লাইফ স্টাইল মার্কেটিং ও বিজনেস প্রসারের জন্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আয়োজিত এই ফেস্ট আয়োজনের প্রধান অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। ইয়েলো তার যাত্রার শুরু থেকেই কোয়ালিটি মেইন্টেইন করে প্রোডাক্ট তৈরি করে আসছে।

মার্কেটিং মাস্টারি সেসানে ফ্যাশন ও লাইফস্টাইল ব্যবসার সাফল্যের কৌশল প্যানেল, এ কথা বলবেন হাদি চৌধুরী, হেড অফ রিটেইল অপারেশন্স; ইমতিয়াজ নওশের, ক্যাটাগরি ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং হেড, বিওয়াইডি বাংলাদেশ; মাহাদি ফয়সাল, হেড অফ মার্কেটিং এবং হেড অফ বিজনেস, ফ্রেশ প্রোডিউস, এসিআই লজিস্টিকস লিমিটেড; ফারহানা এ. প্রীতি, সহকারী ভাইস প্রেসিডেন্ট, সাজগোজ লিমিটেড; মুনাফ মজিব চৌধুরী, পার্টনার ডিরেক্টর, আলেফ। প্যানেলটি মডারেট করবেন মনসুরুল আজিজ, হেড অফ ব্রান্ড, নগদ।

মার্কেট অপারেশনস সেসানে রোডম্যাপ ফর বাংলাদেশ ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল বিজনেস প্যানেলে কথা বলেন আরফানুল হক, জিএম ও হেড অফ রিটেইল, বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড; মোহাম্মদ মনজুর আলম ভূঁইয়া, এজিএম (মার্কেটিং), বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড; শামদানী তাবরিজ, সিইও, রাপিডো ডেলিভারিস এবং আনন্দ চৌধুরী, সিইও, আসীন। প্যানেলটি মডারেট করেন সুমাইয়া মতিয়াতুর, হেড অফ কমিউনিকেশন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

তুষার মালেক, ম্যানেজিং ডিরেক্টর ও ফাউন্ডার, ফেস্টিভাইব; ফয়সাল মৃত্তিক, জেকে ফরেন ব্র্যান্ডস; সাবেরা আনোয়ার, গোদেশী, প্রতিষ্ঠাতা এবং শাবাব দিন শরেক, জেন্টলম্যানস ওয়ার্ডব। প্যানেলটি মডারেট করবেন সৈয়দ ইয়াসির আলম, প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার, ফিয়েরো। ট্রেন্ডসেটিং কৌশল, ফ্যাশনেবল বিজনেস অ্যাপ্রোচ প্যানেলে কথা বলেন জি এম কামরুল হাসান, প্রতিষ্ঠাতা ও এমডি, ফিওনা বাংলাদেশ, মন্নুজান নার্গিস, সিইও, লেরেভ ওয়্যার ড্রিমস; নিশাত আনজু, প্রতিষ্ঠাতা, অরাম এবং সাফিয়া সাথী, প্রতিষ্ঠাতা এবং ডিজাইনার, সাফিয়া সাথী। কেসস্টাডি সেসানে সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ফ্যাশন উদ্যোক্তা সালমান মুক্তাদির তার ফ্যাশন এবং লাইফস্টাইলে ব্যবসা এবং প্রমোসান নিয়ে বক্তব্য প্রদান করেন।

এই আয়োজন নিয়ে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এর ফাউন্ডার ও প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন “যাত্রার শুরু থেকেই ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ দরকারি ও কার্যকরী বিষয়ে মার্কেটিং ফেস্ট আয়োজন করে আসছে। ফ্যাশন ইন্ডাস্ট্রির উদ্যোগ এবং ব্যবসাগুলো কিভাবে আরও ইউনিক ফ্যাশন ক্রিয়েট করতে পারে, বিশ্বব্যাপী বাংলাদেশী ব্র্যান্ডকে চেনাতে পারে এবং নিজেদের সাসটেইনেবল ভেঞ্চার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে তা নিয়েই এই মার্কেটিং ফেস্টের আয়োজন”। আয়োজনের সকল বক্তা, স্পন্সর, পার্টনার ও অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি এই ধরনের আরও মার্কেটিং ফেস্ট আয়োজন করার আশা ব্যক্ত করেন।

এই মার্কেটিং ফেস্টে টাইটেল স্পন্সর ছিল ইয়েলো, পাওয়ারড বাই পার্টনার ছিল হারলান এবং বিওয়াইডি, প্লাটিনাম পার্টনার: স্বপ্ন এবং সুইস, স্ট্র্যাটেজিক পার্টনার: প্রথমআলো, ইয়ুথ পার্টনারঃ জেসিআই, পাবলিকেশন পার্টনার: বিজনেস ব্রিলিয়ানয এবং নলেজ পার্টনার: প্র্যাকটিশনারস একাডেমি, টু হুইলার পার্টনারঃ ইয়ামাহা, ফুটওয়ার পার্টনার: বাটা, ফ্রাগনান্স পার্টনার: ফগ, ফার্নিচার পার্টনার : হাতিল, এসি পার্টনার: গ্রি, অরগানিক পার্টনার: কাজী এন্ড কাজী, বুক স্টোর পার্টনার: রকমারি, স্যুট পার্টনার: ফেইরো, কিডস ক্রিয়েটিভিটি পার্টনার: গুফি, গ্রুমিং পার্টনার: সাজগোজ, প্রমোশনাল পার্টনার: মালেদা গ্রুপ, , ক্লাব পার্টনার: নর্থ সাউথ ইউনিভার্সিটি কমিউনিকেশনস ক্লাব ও জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব, ইন এ্যাসোসিয়েশন পার্টনার: মিলেনিয়াল টাইকুন্স।
সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের সোহরাব হোসেন গুড্ডু।

 

শেয়ার করুন:

Recommended For You