আসিফ আলি জারদারি দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত

পাকিস্তানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসিফ আলি জারদারি। শনিবার (৯ মার্চ) দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদগুলোয় প্রেসিডেন্ট পদে ভোট হয়। প্রেসিডেন্ট পদে লড়েন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী মাহমুদ খান আকাজাইক ও পিপিপির আসিফ আলি জারদারি।

অন্যদিকে মাহমুদ খান আচাকজাই হলেন পাকিস্তান তেহরিকে ইনসাফ সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী। শনিবার জাতীয় পরিষদ ও সিনেটে যৌথ ভোট হয়। পার্লামেন্টের একটি ভোট প্রত্যাখ্যান করা হয়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে জারদারিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

এর আগে ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এই দফায় এই পদে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন পাখতুনখোওয়া মিলি আওয়ামী পার্টির চেয়ারম্যান মাহমুদ খান আচাকজাই।

 

খবর জি নিউজ ও ডনের

 

 

 

 

শেয়ার করুন:

Recommended For You