উৎসবমুখর পরিবেশে ভোলার মনপুরায় চলছে ভোট গ্রহন 

উৎসবমুখর পরিবেশে ভোলার মনপুরায় চলছে দুই ইউনিয়নে ভোটগ্রহন। একটানা ভোট গ্রহন চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনপুরা ও কলাতলি ইউপিতে চার স্তরের নিরাপত্তা বলয়ে ১৮টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। ভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
তবে কলাতলি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এর ফলে ওই ইউপিতে শুধু  ইউপি সদস্য  ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন হলেও চেয়ারম্যান পদে ভোট হবে মনপুরা ইউনিয়নে। মনপুরা ও কলাতলি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা  ১৪ হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩৪১ জন। নারী ভোটার ৭ হাজার ২২৫ জন।
এদিকে দুই ইউপির ১৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনী মাঠে থাকবে পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স থাকবে।
শেয়ার করুন:

Recommended For You