যারা ৭ই মার্চের ভাষণকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারাই আজ এদেশে নিষিদ্ধ

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, যারা ৭ই মার্চের ভাষণকে এই বাংলায় নিষিদ্ধ করতে চেয়েছিলো তারাই আজ এদেশে নিষিদ্ধ। তিনি বৃহস্পতিবার (০৭ মার্চ) বিকেলে ফরিদপুরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে শেখ জামাল স্টেডিয়ামে ১৯৭১ সালে তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ১৮ মিনিটের ১১০৮ শব্দের ভাষণকে নিয়ে শব্দ মিছিল পরবর্তী ভাষণের গুরুত্ব নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ঝর্না হাসান, জেলা আওয়ামী সভাপতি শামিম হক প্রমুখ ।

মন্ত্রী বলেন , বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এ জাতির একটি পুর্ণাঙ্গ দলিল, যে দলিল আন্তর্জাতিক ভাবে সেই ইউনেস্কো কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত ঐতিহ্যের একটা বড় অধ্যায় হিসেবে স্থান লাভ করেছে। সুতরাং এই ৭ই মার্চকে ইচ্ছা করলেই কেউ মুছে দিতে পারবে না।

Recommended For You