ইবিতে ৭ই মার্চ উপলক্ষ্যে সাদ্দাম হল শাখা ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  এর স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা । এ সময় প্রায় ৩০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন।
বৃহস্পতিবার (৭ই মার্চ) বেলা এগারো ঘটিকা থেকে রবীন্দ্র নজরুল কলা ভবনের পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনার প্রাঙ্গণে এ রক্তদান কর্মসূচি শুরু হয়। প্রথমেই শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এ কর্মসূচি শুরু করেন। তারপর সাধারণ শিক্ষার্থীরা একে একে রক্তদান করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের নেতাকর্মী মাসুদ, জিহাদ, শুভ সহ অন্যান্য নেতাকর্মীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি বলেন, ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশাল জনসমুদ্রে মাঝে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। যার বিনিময়ে আজ আমরা এ স্বাধীন দেশটা পেয়েছি। প্রতিবছর আমরা চেষ্টা করি এ দিনে শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে রক্তদান কর্মসূচি পালন করার।
ইসলামী বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের রক্তদান কর্মসূচির বিষয়ে সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমাদের জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দিনে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন যাতে লাখো বাঙালি ঐক্যবদ্ধ হন এবং স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েন। মূলত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ মুক্তিযুদ্ধাদের স্মরণে আমাদের এ রক্তদান কর্মসূচি।
শেয়ার করুন:

Recommended For You