সরকারি চাকুরির পাশাপাশি সবজির বাগান করে আলোচিত আলমাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পরিত্যাক্ত স্থানে আবাদের অণুপ্রেরণা থেকে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ফায়ার ফাইটার আলমাস গড়ে তোলেছেন নিজস্ব বাগান।সরেজমিনে দেখা যায় নিয়মিতভাবে মিশ্র ফল ও সবজি বাগানে পরিচর্যা করে যাচ্ছেন। পাশাপাশি ফায়ার সার্ভিসেও কর্মরত আছেন  তিনি। তিনি বলেন ভালো ফলন হলে আমি লাভবান হব। ভবিষ্যতে আরও বড় পরিসরে মিশ্র ফল ও সবজি বাগান করারও পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। 
ফায়ার সার্ভিসের চাকুরির পাশাপাশি প্রথমে শখের বসে বিভিন্ন জাতের আম, লিচু ,মাল্টা ,লেবু ,করলা, মরিচ ,সষিন্দা ,লালশাক , কুমড়া ,লাউ ,ঢেড়স  চাষ শুরু করেন। অবসর সময় কাটাতে প্রতি সপ্তাহে বাগানে ছুটে যান। তার লাগানো আম গত বছরেও ফলন হয়েছে। নিজেদের চাহিদা মিটিয়ে বাজারজাত করেছেন।
কথোপকথনের একপর্যায়ে তিনি বলেন, আমি একজন সফল উদ্যোক্তা হতে চাই। ফলের বাগান আগামীতে আরও বৃদ্ধি করতে চাই। তিনি এসব কাজে উপজেলা কৃষি অফিস ও বিএডিসিরও  সহযোগিতা চান। রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন  জানান, সরকারি চাকুরির পাশাপাশে সকলেই আলমাসের মতো বাগান গড়ে তোলার অভ্যেস করলে আমরা নিরাপদ ফসল উৎপাদন করতে পারবো।  আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

Recommended For You