কুতুবদিয়ায় মানবিক টিমের হুইল চেয়ার উপহার 

কুতুবদিয়ায় হতদরিদ্র একজন প্রতিবন্ধিকে হুইল চেয়ার উপহার দিয়েছে উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবি সংগঠন মানবিক টিম কুতুবদিয়া। মঙ্গলবার (০৫ মার্চ) সকালে উপজেলা চত্বরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের উপস্থিতিতে উপহারটি তোলে দেওয়া হয় উত্তর ধূরুং ইউনিয়নের প্রতিবন্ধি মোঃ ফেরদৌসের হাতে।  এসময় উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ কফিল উদ্দিন, সংগঠনটির উপদেষ্টা কাইছার সিকদার, সদস্য সাহাব উদ্দিন, আহামুদুল করিম, মোহাম্মদ ওরমেন, আবদুল আজিজ, মোহাম্মদ সায়েদ প্রমুখ।
প্রতিবন্ধি মোঃ ফেরদৌসের স্ত্রী বলেন, স্ট্রোক জনিত কারণে গত চার বছর ধরে আমার স্বামী অচল হয়ে গেছে। স্বামীকে নিয়ে অনেক কষ্ট করে জীবন যাপন করছে। একটি হুইল চেয়ার উপহার দিয়ে স্বামীর কষ্টকর জীবনকে সহজ করে দেওয়ায় মানবিক টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম বলেন, মানবতাই বড় ধর্ম। একজন অচল মানুষের জন্য একটি হুইল চেয়ার অনেক বড় অবলম্বন। মানবিক টিম কুতুবদিয়া কুতুবদিয়ার অসহায় মানুষের জন্য সহযোগিতা করে যাচ্ছেন জেনে ভালো লাগছে। আশা করি মানবিক টিম এই ভাল কাজগুলো অব্যাহত রাখবে।

Recommended For You