জাকেরের অবিশ্বাস্য লড়াই, ৩ রানে হার টাইগারদের

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কা ব্যাট করতে নেমেই বাংলাদেশকে টার্গেট দেয় পাহাড়সম। ভয় না পেয়ে দৃঢ় প্রত্যয়ে ঝড় তুলতে থাকে টাগাররা। শেষ বল অব্দি দুর্দান্ত ইনিংস খেলেও হার মেনে নিতে হলো। তিন ম্যাচের এ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া পাহাড়সম ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০৩ রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। যার ফলে প্রথম ম্যাচে লঙ্কানরা তুলে নিয়েছে ৩ রানের জয়। এ যেন তীরে এসে তরী ডুবা।

সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেছেন সাদিরা সামারাবিক্রমা। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন জাকের।

২০৭ রানের বিশাল লক্ষ্যের শেষ ওভারে দরকার ছিল ১২ রান। প্রথম বলে রিশাদ হোসেনকে আউট করেন দাসুন শানাকা। পরের বলে ওয়াইড। দ্বিতীয় বলে তাসকিন আহমেদ নেন এক রান। ৪ বলে দরকার ১০। স্ট্রাইকে জাকের আলি। দলকে অবিশ্বাস্যভাবে লড়াইয়ে ফেরানো এই ব্যাটার শেষ পর্যন্ত আর পারলেন না। লংঅফে তুলে দিলেন ক্যাচ। ৩৪ বলে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় জাকেরের ৬৮ রানের ইনিংস থামলো। বাংলাদেশও হেরে গেলো ৩ রানে।

 

প্রসঙ্গত, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ চলছিল এক শ্বাসরুদ্ধকর লড়াই, যেখানেবাংলাদেশ পিছিয়ে পড়েছিল অর্ধেক ইনিংস যেতেই। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদের ঝোড়ো ফিফটি আর তারপর জাতীয় দলে ‘অভিষিক্ত’ জাকের আলি অনিকের দুর্দান্ত ব্যাটিংয়ে অসাধ্য সাধনের খুব কাছে চলে এসেছিল বাংলাদেশ। সবশেষে ৩ রানের এ পরাজয় দিয়েই তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ শেষ হলো।

 

শেয়ার করুন:

Recommended For You