
কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র নয়নের চিকিৎসা বাবদ অনুদান তার পিতার হাতে তুলে দিলেন খোকসা উপজেলা নির্বাহি কর্মকর্তা ( ইউএনও) ইরুফা সুলতানা। দুরারোগ্য ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে নয়ন ভারতের ব্যাঙ্গালুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমরার (৪ মার্চ) দুপুরের দিকে তার দপ্তরে অসুস্থ নয়ন হোসেনের পিতা মোঃ খোকন মোল্লা এর হাতে নগদ এ অর্থ প্রদান করেন। অসুস্থ নয়ন কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের দিনমজুর খোকন মোল্লার ছেলে এবং খোকসা সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।
চিকিৎসক বলেছেন, আল্লাহ রহমতে উপযুক্ত চিকিৎসায় রোগীকে বাঁচানো সম্ভব। ছেলেটা ছোটবেলা থেকেই ধার্মিক। আমরা সবাই মিলে পাশে দাঁড়ালে, এই ছেলেকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব। কেউ যদি নয়নের জন্য আর্থিক সহায়তা দিতে চান, তবে নিম্নোক্তভাবে যোগাযোগ করতে পারেন।